সফিউল আযম:
দেশের তরুণরা স্বপ্ন দেখে একটি সুন্দর সকালের, একটি সুন্দর পৃথিবীর। এই তরুণরাই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। দেশকে বদলে দিতে একদল তরুণের ইতিবাচকতাকে সঙ্গী করেই তরুণরা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এমনই এক দুর্বার তারুণ্য দেলোয়ার হোসেন। যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
দেলোয়ার হোসেন রাজনীতির শুরু স্কুলে পড়াকালেই। তিনি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা কলেজের ছাত্র থাকাকালীন ছাত্রলীগের কর্মী জাতীয় পযায়ে রাজনীতি শুরু করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার দিয়েছে জাতিসংঘ। পরিবেশ রক্ষায় জাতিসংঘ থেকে বাংলাদেশের কোনও রাজনৈতিক দলের এটাই প্রথম স্বীকৃতি। এই উপ-কমিটির সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার হোসেন।
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে দেশব্যাপী সাড়া জাগানো সংগঠন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সভাপতি । সবসময় তরুণদের সাথে নিয়ে তরুণদের জন্য কাজ করে যাচ্ছেন দেলোয়ার হোসেন। সারাদেশে পরিবেশ উন্নয়নে একটি সামাজিক আন্দোলন তৈরী করেছেন। দেশের প্রায় সব জেলা ও উপজেলাতে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট নামক সংগঠনের মাধ্যমে সবুজ পরিবেশের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তরুণদের মধ্যে জোয়ার সৃষ্টি করেছেন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় বন ও পরিবেশ উপ কমিটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক কোটি গাছের চারাও রোপণ করা হয়েছে দেলোয়ার হোসেনের নেতৃত্বে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিনি ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ ও ২৮ নভেম্বর ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রথমবারের মতো ‘এনভায়রনমেন্টাল সলিউশনস্ ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট: টুওয়ার্ডস ডেভেলপড বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে আমেরিকা, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, চীন, সুইডেনসহ বিশ্বের প্রায় ২০টি দেশের পরিবেশ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রথম একাডেমিক সায়েন্টিফিক কনফারেন্স সত্যিই প্রশংসনীয়।
দেলোয়ার হোসেন দলের দু:সময়ে কান্ডারী। দলকে শক্তিশালী করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে নেতা-কর্মীদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। চারদলীয় জোট সরকারবিরোধী আন্দোলনে তার ভূমিকা প্রশংসনীয় ছিল। এছাড়া পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বিশ্বজুড়ে সোচ্চার শেখ হাসিনা, তাঁর নেতৃত্বে বাসযোগ্য বাংলাদেশ তৈরিতে ধারাবাহিক অনবদ্য কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। যিনি ঢাকা-৮ আসনের বাসিন্দা। দীর্ঘদিন এ এলাকায় আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এলাকার উন্নয়নেও ভূমিকা রাখছেন। বর্তমান করোনাকালে এই এলাকার গরিব ও অসহায়দের সহযোগিতা করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিশে একাকার হয়ে কাজ করে যাচ্ছেন।
সৃজনশীলতা এক অনবদ্য নেতৃত্ব দেলোয়ার হোসেন করোনা কালে বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা কৃড়িয়েছেন সকল মহলের। সারাদেশের ১৫০ জন নিবেদিত ডাক্তারদের সমন্বয়ে গঠিত টেলিমেডিসির সেবা ছিল যুগান্তকারী। মুজিব শতবর্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কৃত করেছেন সারাদেশের শত শিক্ষার্থীকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্মদিন পালন করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে। দিয়েছেন শিক্ষা উপকরণও।
এসব ব্যতিক্রম উদ্যোগে তিনি অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। যিনি স্বপ্ন দেখেন একটি সবুজ পরিবেশের, একটি সুন্দর সমাজের। একটি সোনালি ভবিষ্যতের। এখন উজ্জীবিত তরুণ প্রজন্ম বৃক্ষ নিধন হলে, বন উজাড় হলে, নদী আক্রান্ত হলে প্রতিবাদে ফেটে পড়ে। ওদের চোখে এখন স্বপ্নের বাংলাদেশ। তারুণ্যের এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ গুলোকে সামাজিক আন্দোলনে পরিনত করেত সমাজের আলোকিত মানুষদের প্রধান কাজ ওদের সঠিক পথটি দেখিয়ে দেওয়া। এই কাজটিই করছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
শুভ জন্মদিন!
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন