ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকলেও সাত কলেজের শিক্ষার্থীদের জন্য সে সুযোগ থাকছে না।
সমাবর্তনের দিন প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠানের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হতে পারবে সাত কলেজের গ্রাজুয়েটরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা সশরীরে সমাবর্তনে অংশ নিতে চান।
উল্লেখ্য, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলা মাঠ এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইডেন মহিলা কলেজের কেন্দ্রীয় মাঠে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন